উত্তরদিনাজপুর

বিভিন্ন দাবী দাওয়া নিয়ে রুপান্তরকামীদের শোভাযাত্রা

নিজেদের দাবী দাওয়া আদায় করতে দুই দিন ব্যপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রুপান্তরকামীরা। শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে রুপান্তরকামী সংগঠনের পক্ষ থেকে প্রথম দিনে উত্তরের গৌরব যাত্রার আয়োজন করা হয়। এদিন দুপুরে ইসলামপুর হাইস্কুল মাঠ থেকে একটি শোভাযাত্রা ইসলামপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে, ৩১ নং  জাতীয় সড়ক ধরে পুনরায় ইসলামপুর হাইস্কুলের মাঠে এসে শেষ হয়। এদিনের শোভাযাত্রাকে ঘিরে রুপান্তরকামীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন উত্তরের গৌরব যাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬০ জন রুপান্তর কামীরা অংশ গ্রহণ করে।

    রুপান্তরকামীদের সংগঠনের পক্ষ থেকে জয়ীতা মন্ডল বলেন, আমাদের সমান অধিকার চাই, ট্রানজেন্ডার বিল আটকে রাখা হয়েছে। সব বিষয়ে  সমান অধিকার এই দাবি রয়েছে তাদের। দুই দিন ব্যাপী এই মেলা চলবে। সেই সঙ্গে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়েছে।